মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | শহরে বর্ষবরণ, মঙ্গল-বুধে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ বহু রাস্তায়, যাওয়ার আগে জেনে নিন এখনই

Riya Patra | ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ০৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ, প্রস্তুত শহর কলকাতাও। হুল্লোড়ে মাতবেন বহু মানুষ। আর ঠিক সেই কারণেই মঙ্গল এবং বুধে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান সহ কলকাতার আশেপাশের একাধিক এলাকায়। পণ্যবাহী যান চলাচল করবে না এজেসি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং থেকে উত্তরের দিকে যাওয়ার রাস্তায়। স্ট্র্যান্ড রোড এবং গোষ্ঠয়াল সরণি ক্রসিং, মেয়ো রোড এবং ডাফরিন রোড ক্রসিং, ক্যাথেড্রাল রোড এবং কুইনস ওয়ে ক্রসিং-সহ একাধিক রাস্তা। ৩১ তারিখ বিকেল চারটে থেকে ১তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে দু’ তারিখ রাত বারোটা পর্যন্ত পার্ক স্টিট উইড স্ট্রিট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিগত পরিবর্তন হবে। সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ত রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গভর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড র‍্যাম্প-সহ দ্বিতীয় হুগলি ব্রিজে।


এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল, কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়। ৩১ এবং ১ তারিখে পার্ক স্ট্রিটের বেশ কিছু জায়গা ওয়ান ওয়ে হবে। হো-চি-মন সরণি পূর্ব থেকে পশ্চিম, লিটল রাসেল স্ট্রিট দক্ষিণ থেকে উত্তরে, ক্যামাক স্ট্রিট উত্তর থেকে দক্ষিণে বেশকিছু জায়গায় ওয়ান ওয়ে থাকবে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মিডলটন স্ট্রিট, রাসেল স্ট্রিটের একাধিক জায়গায় যান দাঁড় করানো যাবে না। 


বড়দিনের পর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকছে শহর কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে জানান, অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। মোট ৪৫০০ পুলিশ থাকবে শহরজুড়ে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। 
 বর্ষশেষের রাতে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা মেট্রো। বছরের শেষ রাতে ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ছ’টি বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সমস্ত গেটে মোতায়েন করা হবে দক্ষ আরপিএফ কর্মী। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়েন করা হবে। গঠন করা হবে একটি বিশেষ দল যেখানে একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং চারজন কর্মী। এই বিশেষ দলের কর্মীদের মোতায়েন করা হবে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এই দলকে।


#Kolkata Traffic Notification#Kolkata Traffic#kolkata#newyear2025



বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...

বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...

ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...

রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল, জানুন হাওয়া অফিস কী বলছে...

যুবকের রহস্যমৃত্যু, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়...

বেহালা চৌরাস্তায় সৌরভের মেয়ের গাড়িতে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন সানা ...

একেবারে বদলে যাবে বাংলা, ২০২৫-এ কোন কোন বড় প্রকল্পের সূচনা? ...

কনকনে ঠান্ডার মধ্যেও খারাপ খবর, জানুন হাওয়া অফিস কী জানাল...

‘তোমরা বাংলার গর্ব’, কোচ সঞ্জয় সেনকে বিশেষ ধন্যবাদ দিয়ে সন্তোষ জয়ী বাংলা দলের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী...

‘আমি করে থাকলে আমাকেও ব্ল্যাকলিস্টেড করো’, বেআইনি জমি জবর দখলে রেয়াত নয় কাউকে, কড়া বার্তা মমতার ...

সতর্কবার্তাতেও ফিরছে না হুঁশ, বেপরোয়া গাড়ির গতি, বছরের প্রথম দিনেই শহরে বড় দুর্ঘটনা...

বর্ষবরণের রাতে কড়া প্রশাসন, গ্রেপ্তার হল কতজন...



সোশ্যাল মিডিয়া



12 24